7016

05/07/2024 এনএসএ’র সাবেক কর্মকর্তা স্নোডেনকে নাগরিকত্ব দিলেন পুতিন

এনএসএ’র সাবেক কর্মকর্তা স্নোডেনকে নাগরিকত্ব দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২২ ০৩:২২

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন গোয়েন্দা সংস্থা-এনএসএ’র সাবেক পরামর্শক এডওয়ার্ড স্নোডেনকে নাগরিকত্ব দিয়েছেন। সোমবার (২৬ সেপ্টেম্বর) পুতিন তার নাগরিকত্ব অনুমোদন করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এনএসএ’র কম্পিউটার গোয়েন্দাবৃত্তিসংক্রান্ত পরামর্শক হিসেবে চুক্তিভিত্তিক কাজ করতেন এডওয়ার্ড স্নোডেন। এনএসএ’র নজরদারিসংক্রান্ত একের পর এক গোপন নথি ফাঁস করে আলোচনায় আসেন তিনি।

যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার এড়াতে ২০১৩ সালে রাশিয়ায় আশ্রয় নেন স্নোডেন। ৯ বছর ধরে সেখানেই আছেন তিনি। গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের মুখোমুখি করতে কয়েক বছর ধরে রাশিয়ার কাছ থেকে স্নোডেনকে ফেরত চাইছে যুক্তরাষ্ট্র।

সোমবার (২৬ সেপ্টেম্বর) ৭২ জন বিদেশিকে রুশ নাগরিকত্ব দেওয়ার একটি আদেশে স্বাক্ষর করেন পুতিন। এ তালিকায় ৩৯ বছর বয়সী স্নোডেনও আছেন। তবে এ ব্যাপারে স্নোডেন তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি।

ইউক্রেনে সেনা পাঠাতে সম্প্রতি ‘আংশিক সেনানিযুক্তি’ (পারশিয়াল মোবিলাইজেশন) ঘোষণা করেছেন পুতিন। এর আওতায় আপৎকালীন মজুত সেনাদের (রিজার্ভ সেনা) যুদ্ধে বাধ্যতামূলক যোগদানের চিঠি পাঠানো হচ্ছে।

এ ঘোষণার পাঁচ দিনের মাথায় স্নোডেনকে নাগরিকত্ব দেওয়ায় রুশ নাগরিকদের কেউ কেউ এ নিয়ে হাসি–ঠাট্টা করছেন। স্নোডেনকেও যুদ্ধে যোগদানের চিঠি পাঠানো হবে কি না, সে প্রশ্ন তুলছেন তারা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]