7126

05/16/2024 বোমা হামলার প্রতিবাদে কাবুলের রাজপথে নারীরা

বোমা হামলার প্রতিবাদে কাবুলের রাজপথে নারীরা

আন্তর্জাতিক ডেস্ক

২ অক্টোবর ২০২২ ২২:৪০

আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় নেমে বিক্ষোভ করেন শত শত নারী। শনিবার (১ অক্টোবর) ব্যানার ও প্ল্যাকার্ড হাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানান তারা। খবর এএফপির

গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) কাবুলের একটি কোচিং সেন্টারে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। যাদের বেশির ভাগই নারী শিক্ষার্থী এবং এদের সবাই হাজারা সম্প্রদায়ের। এ খবর প্রকাশের পরপরই ক্ষোভে ফুঁসে ওঠেন হাজারা সম্প্রদায়ের নারীরা। তাদের অভিযোগ, হাজারা সম্প্রদায়কে টার্গেট করে হত্যা করছে সন্ত্রাসীরা।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, হাজারা সম্প্রদায়ের প্রায় ৫০ জন নারী শনিবার কাবুলের পশ্চিম দিকের শহরতলি দাশত-ই-বারছি এলাকায় ব্যানার-পোস্টার হাতে বিক্ষোভ শুরু করেন। তালেবান সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা বিক্ষোভ মিছিল নিয়ে পার্শ্ববর্তী হাসপাতালের দিকে যাত্রা করেন। ওই হাসপাতালেই হামলায় আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে।

বিক্ষোভকারীদের মিছিলে ‘হাজারা গণহত্যা বন্ধ কর’, ‘শিয়া হওয়া অপরাধ নয়’ ইত্যাদি স্লোগান দিতে শোনা গেছে। এ ছাড়া ব্যানার-পোস্টারেও একই ধরনের স্লোগান লেখা ছিল।

ফারজানা আহমাদি নামে এক বিক্ষোভকারী বলেন, ‘হাজারা নারীদের লক্ষ্য করেই গত শুক্রবারের হামলা চালানো হয়েছে। আমরা এ ধরনের সন্ত্রাসী হামলার অবসান চাই। অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমরা রাস্তায় নেমেছি।’

জাতিসংঘের এক বিবৃতি থেকে জানা যায়, আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্কুলে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।

এর আগে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালের দিকে কাবুলের পশ্চিমাঞ্চলে দাশত-ই-বারছি এলাকার ওই স্কুলে বোমায় নিজেকে উড়িয়ে দেয় এক আত্মঘাতী হামলাকারী। দাশত-ই-বারছি প্রধানত শিয়া এলাকা হিসেবে পরিচিত।

উল্লেখ্য, গত বছর তালেবান ক্ষমতা নেয়ার পর নিয়মিতই এমন হামলার ঘটনা ঘটছে। দেশটির বিভিন্ন স্থাপনা ও মসজিদে এ ধরনের হামলা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এসব হামলায় প্রায়ই জঙ্গিগোষ্ঠী আইএস দায় স্বীকার করে। তবে সবশেষ এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]