7169

04/29/2024 ঢাকায় কাব স্কাউটিং সম্প্রসারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকায় কাব স্কাউটিং সম্প্রসারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

৪ অক্টোবর ২০২২ ০১:৪৮

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কাব স্কাউটিং সম্প্রসারণ বিষয়ক কর্মশালা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন-এর উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন/ইবতেদায়ী মাদ্রাসায় কাব স্কাউটিং সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা মহানগরীর সকল কাব স্কাউট দলের প্রায় ৯০০ জন কাব স্কাউট ইউনিট লিডার ও গ্রুপ সভাপতি (শিক্ষা প্রতিষ্ঠান প্রধান), সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, থানা শিক্ষা অফিসার ও সহকারী থানা শিক্ষা অফিসারের অংশগ্রহণে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়ঢাকা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটনের সভাপতি মো. শহীদুল ইসলাম, উডব্যাজার-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটস এর সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম খান।কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত সচিব), পিইডিপি-৪ দিলীপ কুমার বণিক। এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (গার্ল ইন স্কাউট) অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য, নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) কে এম সাইদুজ্জামান, ঢাকা মেট্রোপলিটনের কমিশনার ও রাজউকের জোন-৭ এর পরিচালক (উপসচিব) মো. মমিন উদ্দিন, জাতীয় কমিশনার, জাতীয় উপ-কমিশনার, প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভ, বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের কমিশনার, সম্পাদক, কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক, বিভিন্ন পর্যায়ের স্কাউট নেতৃবৃন্দ, শিক্ষা পরিবারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও ঢাকা মেট্রোপলিটন স্কাউটস এর আওতাভুক্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, কাব লিডার ও কাব বন্ধুরা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটনের সম্পাদক, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এর প্রিন্সিপাল মাহবুবুর রহমান মোল্লা।

ঢাকা মেট্রোপলিটন এলাকায় কাব স্কাউটিং সম্প্রসারণে ভিশন-২০২৪ বাস্তবায়নে কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। উক্ত কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়।কর্মশালায় কর্মপরিকল্পনা বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ উত্তোরণে করণীয় সম্পর্কে আলোচনা করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জোন-৭ এর পরিচালক (উপসচিব) মো. মমিন উদ্দিন। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো- কাব স্কাউট তহবিলের পৃথক ব্যাংক হিসাব খোলা ও সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী পরিচালনা করা, স্লিপের অনুদান থেকে নীতিমালা অনুযায়ী কাব স্কাউটের খরচ বহন করা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে ২ জন করে শিক্ষককে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা, প্রয়োজনীয় কাব দল গঠন, নিয়মিত গ্রুপ কমিটির সভা আয়োজন ও কাব স্কাউটিং বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটিতে আলোচনা করা, গ্রুপ কমিটির সভায় বার্ষিক কর্মপরিকল্পনা, বাজেট, আয়-ব্যয়ের হিসাব অনুমোদন করা, ক্লাস রুটিনে সাপ্তাহিক প্যাক মিটিংয়ের সময় অন্তর্ভুক্ত করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক বিদ্যালয় পরিদর্শনকালে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে কাব স্কাউটিং কার্যক্রম পর্যবেক্ষণ করা ইত্যাদি।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]