7211

05/02/2024 সয়াবিন তেল: দাম কমলেও ভোক্তারা সুফল পাননি

সয়াবিন তেল: দাম কমলেও ভোক্তারা সুফল পাননি

অর্থনীতি ডেস্ক

৬ অক্টোবর ২০২২ ০৫:৫২

দেশের বাজারে সয়াবিন তেলে লিটার প্রতি ১৪ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু ঘোষণার দু’দিন পার হলেও হিলির হাট-বাজারে সেই মূল্য কার্যকর হয়নি। এ অবস্থায় ব্যবসায়ীদের দাবি নতুন তেল না আসায় দাম সমন্বয় হয়নি। আর ক্রেতারা বলছেন দাম বাড়লে পরদিনই ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করেন, কিন্তু কমালে নানা অজুহাত দেখান। এসব বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন তারা।

বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গত সোমবার (৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সয়াবিন তেলের দাম কমানোর কথা জানায়। তারা সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা কম করার ঘোষণা দেয়। এতে এক লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৮ টাকা নির্ধারণ করা হয়। বর্তমানে যা বিক্রি হচ্ছে ১৯২ টাকায়। এছাড়া পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৮৮০ টাকা ও খোলা সয়াবিন তেলের দাম ১৫৮ টাকা লিটার নির্ধারণ করা হয়।

নতুন দরে মঙ্গলবার (৪ অক্টোবর) থেকে বাজারে সয়াবিন তেল বিক্রি হবে বলে ব্যবসায়ীদের সংগঠনটি জানায়। তবে এখনও হিলি বাজারের অধিকাংশ দোকানেই আগের বাড়তি দামই রাখা হচ্ছে। তবে বাজারের সব দোকানেই সয়াবিন তেলের যথেষ্ঠ মজুত আছে বলে দাবি ব্যবসায়ীদের।

ক্রেতা আসলাম হোসেন জানান, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের যে দাম, তাতে তাদের মতো নিম্নআয়ের মানুষের সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে। সরকার তেলের দাম কমিয়েছে, কিন্তু এখনও বাজারে সেই প্রভাব নেই। বিষয়টিকে ক্রেতাদের সঙ্গে ব্যবসায়ীদের নিছক প্রতারণা বলে দাবি করেন তিনি।

বাজারের মুদি দোকানি মাহবুবুর রহমান জানান, সরকার যে সয়াবিন তেলের দাম কমিয়েছে সেই তেল এখনও তাদের কাছে আসেনি। কোম্পানি থেকে কম দামের তেল এখনও পায়নি। নতুন তেল এলে তারা কম দামেই বিক্রি করবেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম জানান, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হয়। তারপরেও কেউ যদি সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে বিক্রি করা হয়, সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]