8032

05/06/2025 চোটে বিশ্বকাপ শেষ মেসির সতীর্থের

চোটে বিশ্বকাপ শেষ মেসির সতীর্থের

ক্রীড়া ডেস্ক

৯ নভেম্বর ২০২২ ২২:০০

২২তম ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র আর দিন দশেক। যদিও এখনো পর্যন্ত কাতার বিশ্বকাপ উপলক্ষ্যে নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করেনি আর্জেন্টিনা। তবে বিশ্বকাপ শুরুর আগেই এবার ছিটকে গেলেন লিওনেল মেসির আর্জেন্টাইন সতীর্থ জিওভান্নি লো সেলসোও। এর আগে চোটে পড়ে বেলজিয়াম স্ট্রাইকার রোমেলু লুকাকু বাদ পড়েন দল থেকে।

সবশেষ চোটে পড়া টটেনহামের এই মিডফিল্ডার জিওভান্নি চোটে পড়েছেন হ্যামস্ট্রিংয়ের। গত রোববার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের ২৫ মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়েন তিনি। আর এই চোটের কবলে পড়ে এবারের বিশ্বকাপ থেকে কেড়ে নিলো এই আর্জেন্টাইন তারকাকে।

জিওভান্নি শুধু যে ক্লাব ফুটবলেই দারুণ নয়, আর্জেন্টিনার জার্সিতেও শেষ কয়েক বছর ধরে নিয়মিত মুখ ছিলেন । গেল বছর আলবিসেলিস্তিদের হয়ে কোপা আমেরিকা জয়ী দলের সদস্যও তিনি। আর্জেন্টিনার হয়ে সর্বশেষ দুই আন্তর্জাতিক ম্যাচেও একাদশে ছিলেন লো সেলসো।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]