9029

05/10/2025 বৈশ্বিক কানেকটিভিটি বাড়াতে খেলাধুলা কার্যকরী অবদান রাখে

বৈশ্বিক কানেকটিভিটি বাড়াতে খেলাধুলা কার্যকরী অবদান রাখে

নিজস্ব প্রতিবেদক

২৬ ডিসেম্বর ২০২২ ০৫:২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বৈশ্বিক কানেকটিভিটি বাড়াতে খেলাধুলা কার্যকরী অবদান রাখে। এই খেলাধুলার মাধ্যমেই বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে। তাছাড়া তরুণ সমাজকে সৃজনশীল কাজে সম্পৃক্ত রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার অবদান অপরিসীম।

রোববার (২৫ ডিসেম্বর) হামিদুর রহমান জাতীয় ইয়ুথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশন ও হামিদ গ্রুপ যৌথভাবে এর আয়োজন করে।

অনুষ্ঠানে নসরুল হামিদ বলেন, শ্যুটিংয়ের অর্জন অনেক। এর কার্যক্রম ঢাকাকেন্দ্রিক না রেখে সারা দেশে ছড়িয়ে দিতে পারলে ভালো প্রতিশ্রুতিবান শ্যুটার পাওয়া যেতে পারে।

এবারের প্রতিযোগিতায় দেশের ২৩ রাইফেল ও শ্যুটিং ক্লাবের ১০৫ জন (ছেলে ৬৫, মেয়ে ৪০) প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিকেএসপি শ্যুটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং কুমিল্লা রাইফেল ক্লাব রানার্সআপ হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি লেফট্যানেন্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইস্তেখাবুল হামিদ বক্তব্য রাখেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]