9077

05/10/2025 লিবিয়ার সঙ্গে সরকারি পর্যায়ে যোগাযোগে এমওইউর খসড়া অনুমোদন

লিবিয়ার সঙ্গে সরকারি পর্যায়ে যোগাযোগে এমওইউর খসড়া অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর ২০২২ ০৫:৩৮

বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে ‌‘জয়েন্ট কো-অপারেশন ইন দ্যা ফিল্ড অব রিক্রুটমেন্ট অব ওয়ার্ক’ বিষয়ক সমঝোতা স্মারকের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ব্রিফিংয়ে এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে জয়েন্ট কো-অপারেশন ইন দ্যা ফিল্ড অব রিক্রুটমেন্ট অব ওয়ার্ক বিষয়ক সমঝোতা স্মারক অনুমোদন দেওয়া হয়েছে। এখন এমওইউ স্বাক্ষরিত হবে। এটি হলে লিবিয়ার সঙ্গে সরকারি পর্যায়ে যোগাযোগ স্থাপিত হবে। পাশাপাশি আমাদের শ্রম বাজারে নতুন দুয়ার উন্মোচিত হবে।

কবির বিন আনোয়ার বলেন, এমওইউ প্রস্তুত করার সময় লিবিয়ায় বাংলাদেশের দূতাবাস ও লিবিয়ার সরকার এবং আমাদের আইন বিষয়ক বিভাগের মতামত বিবেচনা করা হয়েছে। এখন এটি স্বাক্ষর হবে। আজ মন্ত্রিসভায় এ সংক্রান্ত খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]