910

05/15/2024 লকডাউনে ঘরে থেকে বের হওয়ায় শাস্তি, সইতে না পেরে মৃত্যু

লকডাউনে ঘরে থেকে বের হওয়ায় শাস্তি, সইতে না পেরে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

৬ এপ্রিল ২০২১ ২১:৪৪

করোনা ঠেকাতে কোয়ারেন্টিনের বিধিনিষেধ ভাঙায় ফিলিপাইনে এক ব্যক্তিকে শাস্তি দিয়েছিল পুলিশ। আর সেই শাস্তির কারণেই পরদিন ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

পরিবারের বরাতে বিবিসি এমন খবর দিয়েছে। গত বৃহস্পতিবার ড্যারেন মানায়োগ পেনারেদোন্দো নামের ক্যাভিটে প্রদেশের ওই বাসিন্দা পানি কিনতে বের হয়েছিলেন।

প্রদেশটিতে বর্তমানে কঠোর লকডাউন চলছে। এ অবস্থায় বাইরে বের হওয়ায় পুলিশ তাকে দৈহিক শাস্তি দিয়েছে।

পুলিশ বলছে, তাকে ৩০০ বার স্কোয়াটের মতো শরীর চর্চা করতে বাধ্য করার সাজা দেওয়া হয়েছিল।

আর শাস্তি পাওয়ার পরদিনই ড্যারেন বেশ অসুস্থ হয়ে পড়েন এবং পরে তার মৃত্যু হয়েছে।

ট্রিয়াস শহরের পুলিশপ্রধান মারলো সোলেরো বলেন, কারফিউর আইন ভঙ্গকারী কাউকে কোনো শারীরিক শাস্তি দেওয়া হয় না।

পুলিশ কর্মকর্তারা দোষীদের মৌখিকভাবে শুধু সতর্ক করে দেন।

স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, কাউকে শারীরিক শাস্তি দেওয়া হয়েছে, এমন অভিযোগ কোনো কর্মকর্তার বিরুদ্ধে পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]