9158

05/11/2025 সরকারের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব

সরকারের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব

নিজস্ব প্রতিবেদক

৪ জানুয়ারী ২০২৩ ০২:০২

নতুন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, চাকরিজীবনে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, যে জ্ঞান অর্জন করেছি, যে দক্ষতা অর্জন করেছি; আমি বিশ্বাস করি এবং আস্থা রাখি সেগুলোকে নতুন পদে প্রয়োগ করে আমার কাছে সরকারের যে প্রত্যাশা তা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করব।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আমি আমার সুদীর্ঘ চাকরি জীবনের শেষ প্রান্তে পৌঁছেছি উল্লেখ করে তিনি বলেন, আজকে সকালেই আমি একটি আদেশ পেয়েছি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে। যেটা জারি হয়েছে সে আদেশের মাধ্যমে সরকার আমাকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। আমি এজন্য সরকারের প্রতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ওপর আস্থা রাখার জন্য।

সামনে নির্বাচন, কী চ্যালেঞ্জ মনে করছেন- জানতে চাইলে নতুন মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমি কালকে বসে হয়তো এগুলো নিয়ে চিন্তা করবো। এখন পর্যন্ত আমি এই মন্ত্রণালয়ের সচিব, আজকে পর্যন্ত। কালকে যখন বসবো তখন হয়তো সেটা বলতে পারবো।

এর আগে সকালে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

মাহবুব হোসেন গত বছরের ২ জানুয়ারি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সিনিয়র সচিব হিসাবে যোগদান করেন। তার আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]