9202

05/10/2025 সৃষ্টিশীল কাজে পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

সৃষ্টিশীল কাজে পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৫ জানুয়ারী ২০২৩ ০৪:৪৪

সৃষ্টিশীল কাজে পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সমাজের কল্যাণে কাজ করার জন্য সৃষ্টিশীল মানুষ দরকার। বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে টাইমস মিডিয়া ভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সৃষ্টিশীল কাজের মাধ্যমে সমাজের কল্যাণে ব্রতী হতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমসহ অন্যান্যরা পৃষ্ঠপোষকতা করলে এসব কাজ আরও বেগবান হবে।

কাতার বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে ‘বিশ্বকাপের গল্প’ অনুষ্ঠানের আয়োজন করায় চ্যানেল২৪ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বিশ্বকাপ আসরে তাদের এই আয়োজনের বিশ্বকাপ ফুটবলের অনেক অজানা গল্প জানার সুযোগ পেয়েছে খেলাপ্রেমীরা। এই পুরস্কার আমাদের জাতীয় জীবনে এবং আগামী দিনে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে দীক্ষা তা বাস্তবায়নে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই ফার্টিলাইজের পরিচালক কৃষিবিদ বশির আহমেদ। আরও উপস্থিত ছিলেন চ্যানেল২৪-এর নির্বাহী পরিচালক তালাত মামুন, স্পোর্টস এডিটর দিলু খন্দকার, ডিজিটাল মিডিয়ার প্রধান মো. রাজীব খান, ডিজিটাল মিডিয়ার জয়েন্ট নিউজ এডিটর খন্দকার মাজহারুল ইসলাম।

‘বিশ্বকাপের গল্প’ প্রতিযোগিতার বিজয়ীরা হলেন মাজহারুল ইসলাম শামীম (ফেনী সরকারি কলেজ), শাহরিয়ার নাসের (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), আবু হানিফ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) আব্দুল্লাহ ইমরান (সাভার, ঢাকা), মোহাম্মাদ আরিফ (দিনাজপুর), গোলাম মোস্তফা (ময়মনসিংহ), গাজী আনিস (ঢাকা), নবাব হোসেন (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), ফায়যার মোহাম্মাদ শাওলিন (জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়) ও শাহজাদা সেলিম রেজা (মানিকগঞ্জ)।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]