9211

05/10/2025 সীমান্ত হত্যা বাংলাদেশ সরকারকে বিব্রত করে

সীমান্ত হত্যা বাংলাদেশ সরকারকে বিব্রত করে

নিজস্ব প্রতিবেদক

৫ জানুয়ারী ২০২৩ ০৬:৫৭

সীমান্ত হত্যা বাংলাদেশ সরকারকে বিব্রত করে। আর এটি বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্ককে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারে না। তবে সামনের দিনে সীমান্ত হত্যা কমে আসবে বলে বিশ্বাস করে ঢাকা।

বুধবার (৪ ডিসেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘বাংলাদেশ-ভারত অনন্য বন্ধুত্বে হাসিনা-মোদির আমল : গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সূযবার্তা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারই পরিপ্রেক্ষিতে সীমান্ত হত্যার প্রসঙ্গ টানেন প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম বলেন, আমাদের সম্পর্কের ক্ষেত্রে এটা (সীমান্ত হত্যা) একটা বিরক্তের জায়গা। এটাতে কোনো সন্দেহ নেই। এটা আমাদের বিব্রত করে। আমাদের সম্পর্কটাকে যথাযথ সম্মান প্রদর্শন করতে না পারার একটা কারণ হচ্ছে সীমান্ত হত্যা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]