9291

01/03/2026 দক্ষিণী সিনেমায় অভিষেকের আগেই আলোচনায় জাহ্নবী

দক্ষিণী সিনেমায় অভিষেকের আগেই আলোচনায় জাহ্নবী

বিনোদন ডেস্ক

৯ জানুয়ারী ২০২৩ ২৩:৩২

বলিউডের অন্যান্য তারকার ন্যায় জাহ্নবী কাপুরেরও দক্ষিণী সিনেমায় কাজের প্রতি আকর্ষণ রয়েছে। তাই জাহ্নবীর মনজুড়ে দক্ষিণী সিনেমার নায়ক জুনিয়র এনটিআর। এ নায়কের সঙ্গে পর্দা ভাগ করতে মুখিয়ে আছেন তিনি। সুযোগও এসেছে তার কাছে।

কিন্তু হঠাৎ পারিশ্রমিক বাড়িয়ে দিলেন জাহ্নবী। এই মুহূর্তে দক্ষিণী সিনেমার রশ্মিকা মান্দানার পারিশ্রমিক বেশ ঈর্ষণীয়। তাকেও ছাপিয়ে গেলেন জাহ্নবী। তাইতো তিনি এখন বেশ আলোচনায় রয়েছেন।

‘পুষ্পা’সিনেমার সাফল্যের পর থেকে ২ কোটি থেকে পারিশ্রমিক বাড়িয়ে ৫ কোটি করেছেন অভিনেত্রী। অন্যদিকে দক্ষিণী সিনেমায় এখনো কাজ করা হয়ে ওঠেনি শ্রীদেবী-কন্যার। তার আগেই বিপুল টাকার চাইলেন অভিনেত্রী। কিন্তু ঠিক কতটা, তা এখন স্পষ্ট জানা যায়নি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরের সঙ্গে কাজ করতে চান কি না, জিজ্ঞাসা করা হলে তার ততক্ষণাৎ জবাব, ‘আমি আগেও বলেছি, তার পারফরম্যান্স ভীষণ পছন্দ করি। তিনি বড় মাপের শিল্পী। তার সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আমারও। সুযোগের অপেক্ষা করছি।’ বেশ অনেকদিন ধরেই বিভিন্ন অনুষ্ঠানের জুনিয়র এনটিআরের প্রতি জাহ্নবী তার মুগ্ধতার কথা করেছেন।

জাহ্নবীর মা শ্রীদেবী দক্ষিণী ছবিতে একসময় চুটিয়ে কাজ করেছেন। এ সিনেমায় কাজ করতে না পারার আক্ষেপ ছিল তার কন্যা জাহ্নবীর, এখনো একটি ছবিও করতে পারেনি তিনি। তবে অবশেষে সেই স্বপ্নপূরণ হতে চলেছে বলেই মনে হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]