9537

05/11/2025 ইজতেমা উপলক্ষে ২২ জানুয়ারি মেট্রোরেল চলবে ৯ ঘণ্টা

ইজতেমা উপলক্ষে ২২ জানুয়ারি মেট্রোরেল চলবে ৯ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারী ২০২৩ ০৬:০৩

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ আগামী ২২ জানুয়ারি (রোববার) ৯ ঘণ্টা চালানো হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া

তিনি বলেন, বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে আগামী রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

শুক্রবার (২০ জানুয়ারি) শুরু হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবারের পবে অংশ নেবেন মাওলানা সাদপন্থির অনুসারীরা। রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]