9994

05/04/2024 ক্রোম ব্রাউজার থেকে স্ক্রিনশটের এডিট অপশন বন্ধ করছে গুগল

ক্রোম ব্রাউজার থেকে স্ক্রিনশটের এডিট অপশন বন্ধ করছে গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২ ফেব্রুয়ারি ২০২৩ ০২:২০

ক্রোম ব্রাউজারের ডেস্কটপ ভার্সন থেকে স্ক্রিনশট নেওয়ার পর এডিট করার অপশন বন্ধ করে দিচ্ছে গুগল। সম্প্রতি এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটি।

আগে এডিট করার অপশনটি ব্যবহার করে যেকোনো ওয়েবসাইট থেকে স্ক্রিনশট নিয়ে সরাসরি এডিট করার যেতো। ফলে অন্য কোনো প্রতিষ্ঠানের সফটওয়্যার ছাড়াই সহজে স্ক্রিনশটের ছবি ব্যবহারের সুযোগ মিলত।

ক্রোম ব্রাউজারের ৯৮ সংস্করণে পরীক্ষামূলকভাবে স্ক্রিনশট সম্পাদনার সুবিধা ব্যবহার করা যেত। পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্তের পর ধারণা করা হচ্ছিল, শিগগিরই সব ব্যবহারকারীর জন্য এই সুবিধা উন্মুক্ত করা হবে।

কিন্তু পরীক্ষায় আশানুরূপ সাড়া না পাওয়ায় ক্রোম ব্রাউজারে স্ক্রিনশট এডিটের অপশনটি যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে গুগল।

এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে ক্রোমে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সর্বশেষ পরিবর্তনে ব্রাউজারটি থেকে স্ক্রিনশট এডিটের অপশন পুরোপুরি সরিয়ে নেওয়া হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]