মঙ্গলবার, ২রা ডিসেম্বর ২০২৫, ১৮ই অগ্রহায়ণ ১৪৩২


মারিয়ার গোলে সমতায় বাংলাদেশ, গোল করে কান্না আজারবাইজন অধিনায়কের


প্রকাশিত:
২ ডিসেম্বর ২০২৫ ২০:৪২

আপডেট:
২ ডিসেম্বর ২০২৫ ২১:৫০

ফাইল ছবি

বাংলাদেশ নারী ফুটবলারদের ইউরোপীয়ান দলের বিপক্ষে অভিষেক হয়েছে। ত্রিদেশীয় সিরিজে আজ জাতীয় স্টেডিয়ামে আজারবাইজানের বিপক্ষে খেলছেন ঋতুপর্ণারা। ম্যাচের প্রথমার্ধ ১-১ গোলে সমতা রয়েছে।

আজারবাইজানের র‌্যাংকিং ৭৪। বাংলাদেশের চেয়ে তারা ৩০ ধাপ এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে বাংলাদেশ খুব বেশি পিছিয়ে ছিল না। আক্রমণ-প্রতি আক্রমণে ভালোই লড়েছে বাটলারের বাংলাদেশ। বিগত ম্যাচের মতো এই ম্যাচেও হাই লাইন ডিফেন্স করেছেন আফিদারা। কয়েক বার আজারবাইজান বাংলাদেশের রক্ষণ ভেদ করলেও ডিফেন্ডাররা কাভারের চেষ্টা করেছেন। আবার কখনো অফসাইডের ফাদেও পড়েছে আজারবাইজান।

২০ মিনিটে আজারবাইজান লিড নেয়। বানিয়া ইশরাকের ক্রস থেকে অধিনায়ক জাফরজেদা গোল করেন। ফুটবলে গোল মানেই উল্লাস-উৎসব। আজারবাইজান অধিনায়ক গোল করে কয়েক মিনিট কান্না করেছেন। একটি সাদা কাপড়ে একজনের ছবি একে সবাই পোজ দিয়েছেন। এরপরই চোখে মুখে কান্না অধিনায়কের। সতীর্থরা তাকে সামাল দিয়েছেন।

১৪ মিনিট পর মারিয়া মান্ডার দুর্দান্ত গোলে বাংলাদেশ সমতা এনেছে। স্বপ্না রাণীর কর্ণার থেকে কয়েক পাক ঘুরে বক্সে বল পান মারিয়াবা পায়ে দুর্দান্ত সাইড ভলি করেনগোললাইনে আজারবাইজানের ডিফেন্ডার লাফিয়েও বল ঠেকাতে পারেননি। গোলরক্ষক ও ডিফেন্ডারের মাঝ দিয়ে বল জালে জড়ায়।

ম্যাচ সমতা আসার পর আজারবাইজান তাদের আক্রমণ অব্যাহত রাখেবাংলাদেশের গোলরক্ষক রুপ্নাকে একা পেয়েও গোল করতে পারেনি প্রথমার্ধের শেষ দিকে। ৪৫ মিনিট শেষে সমতা নিয়েই দুই দল ড্রেসিংরুমে ফেরে

হামজা-জামালদের ম্যাচে স্টেডিয়ামে উপচে পড়া দর্শক থাকেনারী দলের ম্যাচেও উল্লেখযোগ্য দর্শক উপস্থিতি হয়েছে। বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচে সব গ্যালারি খোলা ছিলএই ম্যাচে শুধু পূর্ব গ্যালারী উন্মুক্ত রেখেছিল বাফুফেপ্রায় হাজার সাতেক দর্শক উপস্থিতি ছিল সব মিলিয়েদর্শকরা বাদ্য-যন্ত্র স্টেডিয়াম মাতিয়ে রাখছিলেন



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top