সোমবার, ১২ই জানুয়ারী ২০২৬, ২৮শে পৌষ ১৪৩২


মুসাব্বির হত্যায় গ্রেফতার ৪ জনের স্বীকারোক্তি: ডিবি


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৬ ১৮:৫৮

আপডেট:
১২ জানুয়ারী ২০২৬ ০২:২৪

ছবি-সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির হত্যাকাণ্ডে চারজনকে গ্রেফতারের পর তারা এ ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য বেরিয়ে এসেছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তবে ডিবির দাবি, এই ঘটনার নেপথ্যে আন্ডারওয়ার্ল্ডের কারও কোনো যোগসাজশ নেই। যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে আপন দুই ভাই রয়েছেন। সেই সূত্র ধরে হত্যাকাণ্ডটি ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে হয়েছে কি না, তা যাচাই করছে তারা।

রোববার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির প্রধান শফিকুল ইসলাম।

ঘটনায় বিল্লাল, জিনাত, কাদির ও রিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ভৈরব তথা কিশোরগঞ্জসহ অন্যান্য এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি প্রধান বলেন, এই অভিযান পরিচালনা করে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুইজন শ্যুটারের একজন জিনাতকে গ্রেপ্তার করা হয়। তার পিতা আব্দুর রশিদ। ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন, যার পিতা শহিদুল্লাহ। পাশাপাশি শহিদুল্লাহর ভাই আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়। তিনি ঘটনার পর আসামিদের পলায়নে সহায়তা করা, আসামিদের মোবাইল পরিবর্তন করাসহ অন্যান্য কাজে সহযোগিতা করেছেন। এ ঘটনার আগে অপরাধীরা যে ঘটনা সংঘটিত করবে, সে বিষয়ে রেকি করেছিল। ওই রেকিতে সহায়তার জন্য মোহাম্মদ রিয়াজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। এছাড়াও তাদের কাছ থেকে ছয় হাজার টাকা নগদ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এখনো অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি। এজন্য বিষয়টি তদন্ত করা হচ্ছে। কেবল আসামিদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা এই ঘটনা ঘটিয়েছে।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের বাসা মহাখালী এলাকায় এবং বাজারকেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীদের সঙ্গে ওঠাবসা রয়েছে। এখানে রাজনৈতিক কর্মীদের সঙ্গেও তাদের ওঠাবসা আছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top