মঙ্গলবার, ২৩শে এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১


এখন গ্রামগঞ্জের মানুষও খালি পায়ে হাঁটে না : সাবেক খাদ্যমন্ত্রী


প্রকাশিত:
৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:২৭

আপডেট:
২৩ এপ্রিল ২০২৪ ১৫:১০

ছবি সংগৃহিত

এবার নির্বাচনে না এলে বিএনপির নেতাকর্মীরাই বিএনপিকে গণধোলাই দেবে বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগামীতে নির্বাচন কমিশন নির্বাচনের ব্যবস্থা করবেন। আর নির্বাচনকালীন সরকার থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। ২০০৬ সালে তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার ছিল ২ বছর। সমস্ত রাজনীতিবিদদের হেনস্তা করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী এমন কোনো শ্রেণি নেই যে নির্যাতনের শিকার হয়নি।

তিনি আরও বলেন, যে মামলায় খালেদা জিয়া আজকে জেলে সেই মামলাও তত্ত্বাবধায়ক সরকারের আমলেই দেওয়া। ওই মামলা আমরা দেই নাই। এরা তো নির্লজ্জ, এদের নেতা লন্ডনে পালিয়ে আছে। তারেক রহমানকে এমন পিটুনি দিয়েছে যে তার মেরুদণ্ডের ৪টি হাড় ভেঙে দিয়েছিল। হুইল চেয়ারে করে বিমানবন্দরে গিয়েছিল। এরা এসব কথা ভুলে গেছে।

সাবেক খাদ্যমন্ত্রী বলেন, এখন গ্রামগঞ্জের মানুষও খালি পায়ে হাঁটে না, জুতা পায়ে হাঁটে। মোটা চালের ডিমান্ড কমে গেছে, চাহিদা কমে গেছে। রিকশাওয়ালাও সারা দিন যা ইনকাম করে তা দিয়ে চিকন চাল কিনে খেতে চায়।

তিনি বলেন, মিনিকেটের প্রচলন কেন হয়েছে জানেন? এখন রিকশাওয়ালা মোটা চাল খেতে চায় না। এজন্য চাল কেটে মিনিকেট চালের প্রচলন হয়েছে। সবাই একটু ভালোটা খেতে চায়, যা ইনকাম করে তাই দিয়েই ভালো খেতে চায়। আর এই অবস্থা এনে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় কামরুল ইসলাম বলেন, যে কিসিঞ্জার বাংলাদেশকে বলতো তলাবিহীন ঝুড়ি, সেই কিসিঞ্জার প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেয়। বিশ্বের দরবারে বাংলাদেশ একটা গর্বিত জাতী। আমি যখন খাদ্যমন্ত্রী ছিলাম তখন বিভিন্ন দেশে খাদ্য সম্মেলনে যেতাম। তখন তারা প্রশ্ন করতো তোমাদের দেশের যে এই ১৮ কোটি মানুষ, তাদের খাদ্যের যোগান দাও কীভাবে। আগে একটা ফসল হতো তার পর দুটা আর এখন দেশের বিভিন্নস্থানে বছরে তিনবার ফসল উৎপাদন হচ্ছে।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, বিশেষ অতিথি ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম সমর, ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজু আহমেদ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top