রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


মেঘনায় ধরা পড়ল ১৬০ কেজি ওজনের শাপলা পাতা মাছ


প্রকাশিত:
৯ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১৭

আপডেট:
১৯ মে ২০২৪ ১২:১৩

ছবি সংগৃহিত

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ১৬০ কেজি ওজনের শাপলা পাতা মাছ। ২৮ হাজার ৫০০ টাকা দিয়ে মাছ ব্যবসায়ী ছিদ্দিক বেপারী মাছটি কিনেছেন। এতো বড় শাপলা পাতা মাছ এর আগে কমলনগরে ধরা পড়েনি বলে জানায় মৎস্য বিভাগ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে জেলেরা মাছটি উপজেলার মতিরহাট মাছ ঘাটে আনে। জোয়ারে বঙ্গোপসাগর থেকে মাছটি নদীতে ভেসে এসেছে বলে ধারণা স্থানীয়দের। মাছটি দেখতে উৎসুক লোকজন ঘাটে ভিড় জমিয়েছে।

স্থানীয় ব্যবসায়ী মো. খোকন জানান, উপজেলার মোল্লা বাড়ির জেলে হাকিম মোল্লার জালে মাছটি ধরা পড়ে। মাছটি ছিদ্দিক বেপারী ২৮ হাজার ৫০০ টাকায় কিনে নিয়েছে। এটি ঢাকায় পাঠিয়ে দেওয়ার প্রস্তুতি চলছে।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এটি সামুদ্রিক মাছ। জোয়ারের সময় সাগর থেকে মাছটি নদীতে চলে আসে। তখন জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সাধারণত ছোট আকারের শাপলা পাতা মাছ মাঝেমধ্যে মেঘনায় ধরা পড়ে। বঙ্গপোসাগরের কাছে হওয়ায় রামগতি উপজেলার মেঘনা নদীর অংশে এটি কদাচিৎ পাওয়া যায়। তবে এতো বড় শাপলা পাতা মাছ এর আগে মেঘনার কমলনগরের অংশে ধরা পড়েছে বলে শুনিনি, এটিই প্রথম।

তিনি আরও বলেন, বাজারে এই মাছের চাহিদা রয়েছে। বিরল প্রজাতির এই সামুদ্রিক মাছটিকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হলেও এর নাম রে ফিন ফিস বা স্টিং ফিস। তবে এটি শাপলা পাতা মাছ নামেই বেশি পরিচিত।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top