বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


জাতি ভালো রাষ্ট্রপতি পেয়েছে : কৃষিমন্ত্রী


প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:৩৪

আপডেট:
৮ মে ২০২৫ ১৮:৪৭

ছবি সংগৃহিত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। তিনি বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হবেন। নবনির্বাচিত রাষ্ট্রপতির ব্যাপারে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আমাদের নেত্রী খুব দূরদর্শী। উনার প্রজ্ঞা দিয়েই মো. সাহাবুদ্দিন সাহেবকে রাষ্ট্রপতি করার সিদ্ধান্ত নিয়েছেন এবং জাতিকে ভালো রাষ্ট্রপতি দিয়েছেন বলে মনে করি।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কৃষিবিদ দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক আরও বলেন, আলোচনায় তো সাংবাদিকরা কতো মানুষকেই নিয়ে এসেছেন। সেটির সমালোচনা করতে চাই না। তবে যাকে দেওয়া হয়েছে তিনি একজন সচিব ছিলেন, ভালো একজন আইনবিদও এবং অনেক বড় পদেই ছিলেন। তার রাজনৈতিক প্রতিশ্রুতি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার পক্ষে এবং তিনি ছাত্রজীবন থেকে আন্দোলন সংগ্রাম করেছেন।

কৃষিমন্ত্রী বলেন, আমরা অনেক সময় না বুঝে সমালোচনা করি। যখন ড. শিরিন শারমিনকে স্পিকার করা হয় তখনও সমালোচনা ছিল। কিন্তু এখন দেখেন, মানুষ তাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাচ্ছে। কাজেই মো. সাহাবুদ্দিন সাহেবকেও মানুষ গ্রহণ করবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top