বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


পিকআপের চাপায় প্রাণ গেল মা-ছেলের


প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৩০

আপডেট:
৮ মে ২০২৫ ২২:২৭

ছবি সংগৃহিত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিকআপভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উল্লাপাড়া উপজেলার চালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উল্লাপাড়ার চালা গ্রামের খলিলুর রহমানের স্ত্রী করুনা খাতুন ও তাদের ছেলে তরিকুল ইসলাম (৪)।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ সকালে করুনা খাতুন তার শিশু সন্তানকে সঙ্গে নিয়ে কোথাও যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে বাঘাবাড়িগামী একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মা ও শিশু সন্তান। এ সময় নিয়ন্ত্রণহীন পিকআপটি সামনে থাকা আরও একটি ভ্যানকে চাপা দিলে এর চালক আব্দুল জলিল (৫০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। পিকআপভ্যানটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top