১৬ দিন পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:০৪
আপডেট:
৮ মে ২০২৫ ২২:২৯

ঝিনাইদহে ১৬ দিন পর বাংলাদেশি যুবক আরিফুল ইসলামের (২৮) মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত ৮ ফেব্রুয়ারি ভোরে ভারতের হাসখালী পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আরিফুলের মৃত্যু হয়।
জানা যায়, ভারতে ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। হত্যার ১৬ দিন পর মহেশপুর উপজেলার শ্যামকুড় চেয়ারম্যান ঘাট সীমান্ত দিয়ে তার মরদেহ ফেরত দেওয়া হয়। এ সময় বিজিবি, বিএসএফ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। নিহত আরিফুল ইসলাম শ্যামকুড় গ্রামের মৃত আফিজ উদ্দিনের ছেলে।
৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গত ৮ ফেব্রুয়ারি ভোরে ভারতের হাসখালী পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই আরিফুলের মৃত্যু হয়। পরে বিএসএফ মরদেহ নিয়ে গিয়ে ময়নাতদন্ত শেষে ফেরত দিয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: