বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


দুর্গম চরে ভুট্টাক্ষেতে অশ্লীল নৃত্য, ৯ তরুণী আটক


প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০২:১৪

আপডেট:
৮ মে ২০২৫ ২২:৩১

 ফাইল ছবি

গাইবান্ধা সদর উপজেলার ব্রহ্মপুত্রের দুর্গম চরে জুয়ার আসর বসিয়ে অশ্লীল নৃত্য পরিবেশনকালে ৯ তরুণীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান।

এর আগে ভোররাতে সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের দুর্গম চরের ভুট্টাক্ষেত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ময়মনসিংহের কালিকাপুর গ্রামের নাসিমা আকতার বৃষ্টি, স্বপনা বেগম, পটুয়াখালীর সাদিয়া বেগম, বগুড়ার লাভলী বেগম, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রুমা খাতুন, রাজবাড়ীর প্রিয়াংকা বেগম, জয়পুরহাটের রোকসানা বেগম, সাভারের নার্গিস বেগম ও রংপুরের সাদিয়া ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, দীর্ঘদিন ধরে একাধিক জেলার ৯ তরুণী দেশের বিভিন্ন দুর্গম চরাঞ্চলে জুয়ার আসর বসাতেন। সেখানে পুরুষদের আকর্ষণ বা উপস্থিতি বাড়াতে অশ্লীল নৃত্য পরিবেশন করতেন তারা। এর পাশাপশি তারা অসামাজিক কাজ করতেন। দূর-দূরান্ত থেকে বিভিন্ন ব্যক্তি ওই আসরে জুয়া খেলা ও ফুর্তি করার জন্য আসতেন। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম ভোররাতে মোল্লারচর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের ভুট্টাক্ষেতে অভিযান চালিয়ে ৯ তরুণীকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালিয়ে যান। সেখান থেকে সামিয়ানা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ১৬ মাস বয়সী একটি শিশুকেও উদ্ধার করা হয়েছে।

ওসি মাসুদুর রহমান জানান, আটককৃত ৯ তরুণীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিকেলে তাদেরকে আদালতে তোলা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top