শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


চাঁদপুরে জাটকা ইলিশ ধরায় ১৮ জেলে আটক


প্রকাশিত:
৭ মার্চ ২০২৩ ২৩:৫৯

আপডেট:
৯ মে ২০২৫ ০২:০০

ছবি সংগৃহিত

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ ধরায় ১৮ জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০টায় চাঁদপুর সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, পদ্মা-মেঘনা নদীতে জাটকা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর, লক্ষ্মীচর, মিনি কক্সবাজার, সফরমালি, আনন্দবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ।

সোমবার (৬ মার্চ ) সকাল থেকে ভোর রাত পর্যন্ত পদ্মা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ২ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১২ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়। বাকী ৪ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচবলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, আটকের সময় ৩ লাখ ৫৯ হাজার ৯০০ মিটার কারেন্ট জাল ও ৭৩ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এর মধ্যে জব্দকৃত ৩ লাখ ৫৭ হাজার ১০০ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অবশিষ্ট জাল মামলার আলামত হিসেবে নৌ থানা হেফাজতে রয়েছে। এছাড়াও তিনটি নৌকার জব্দ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top