শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


ওয়ার্কশপে অস্ত্র তৈরি, অভিযান চালিয়ে কারিগরকে আটক


প্রকাশিত:
২৮ মার্চ ২০২৩ ২৩:৫৩

আপডেট:
৯ মে ২০২৫ ০২:০০

ছবি সংগৃহিত

যশোর শহরের শংকরপুর চোপদারপাড়ায় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। একইসঙ্গে শাহাদত হোসেন (৪০) নামে অস্ত্র তৈরির এক কারিগরকে আটক করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ওয়ার্কশপে অভিযান চালায় পুলিশ। আটক শাহাদত ওই এলাকার শাহাজাহান আলীর ছেলে।

ডিবি পুলিশের ওসি রূপণ কুমার সরকার জানান, চোপদারপাড়ায় একটি বসতঘরের সঙ্গে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ রয়েছে। সেখানে অস্ত্র তৈরি করা হয়। এরপর সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই ওয়ার্কশপে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম।

সেখান থেকে পুলিশ একটি দেশি পিস্তল, চার রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির নানা সরঞ্জামাদি উদ্ধার করে। একইসঙ্গে অস্ত্র তৈরির সঙ্গে জড়িত মিস্ত্রি শাহাদতকে আটক করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top