১০ দিন আগেই কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা
প্রকাশিত:
১১ এপ্রিল ২০২৩ ০১:১৬
আপডেট:
৯ মে ২০২৫ ০৬:৩৪

কাপ্তাই হ্রদের পানি অতিরিক্ত কমে যাওয়ায় নির্ধারিত তারিখের ১০ দিন আগে থেকেই সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। অর্থাৎ আগামী ২০ এপ্রিল থেকে ১৯ জুলাই পর্যন্ত তিন মাস বন্ধ থাকবে কাপ্তাই হ্রদে মাছ ধরা।
মঙ্গলবার (১০ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এই সময়ে মাছের বাজারজাত ও পরিবহনও বন্ধ রাখার কথা জানিয়েছে প্রশাসন। সাধারনত কাপ্তাই হ্রদে প্রতিবছর কার্প জাতীয় মাছের প্রজনন, বংশ বৃদ্ধি ও পোনা মাছ অবমুক্ত করার জন্য ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত মাছ ধরা বন্ধ থাকে।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বছরের এই সময়ে কাপ্তাই হ্রদে পানি থাকার কথা ৮৬ এমএসএল কিন্তু বর্তমানে পানি রয়েছে ৭৬ এমএসএল। পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ায় লেকে পানির স্বল্পতা দেখা দিয়েছে, তাই মাছের প্রাকৃতিক প্রজনন রক্ষায় ১০ দিন আগে থেকেই মাছ শিকার, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
এ সময় তিনি আরও বলেন, এই নিষেধাজ্ঞা চলাকালীন অবৈধ উপায়ে মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ করতে প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি কাপ্তাই হ্রদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নৌ পুলিশ মোতায়েন করা হবে। যারা হ্রদে অবৈধ উপায়ে মাছ শিকার করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: