কক্সবাজারে জব্দকৃত আইসের মূল্য ১০০ কোটি টাকা
প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২৩ ১৯:৪৯
আপডেট:
৯ মে ২০২৫ ০৬:২৮

কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে ২১ কেজি ক্রিস্টাল মেথের (আইস) একটি চালান জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে বিজিবি। এটি দেশে জব্দ হওয়া মাদকের সবচেয়ে বড় চালান বলে দাবি বিজিবির।
মঙ্গলবার (২৬ এপ্রিল) ভোরে উখিয়া সীমান্তের বালুখালী সাইক্লোন শেল্টার এলাকায় অভিযান চালিয়ে মাদকের চালানটি জব্দ করা হয়।
আটকরা হলেন- বালুখালী এলাকার মৃত ছিদ্দিক আহম্মেদের ছেলে বুজুছে মিঞা (৫১), একই এলাকার মো. আবদুস শুকুরের ছেলে মো. ইসমাইল (২৩), মো. আবুল মন্ডলের ছেলে ছৈয়দুল বাশার (৪০)।
বিষয়টি নিশ্চিত করেন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, মিয়ানমার থেকে একটি মাদকের চালান বাংলাদেশে পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির দল সেখানে অভিযান চালায়। বিজিবির অভিযানে কক্সবাজারের বালুখালী সীমান্ত থেকে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। যেটির সিজার মূল্য ১০০ কোটি টাকা।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, জব্দ করা ক্রিস্টাল মেথ আইস ব্যাটালিয়ন সদরে জমা রাখা হচ্ছে। পরবর্তী সময়ে সবার উপস্থিতিতে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হবে। আটককৃতদের থানায় সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মূল্যবান মতামত দিন: