শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


ভুল অ্যাকাউন্টে পাঠানো ৩০ লাখ টাকা উদ্ধার করলো পুলিশ


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৩ ০২:৫১

আপডেট:
৯ মে ২০২৫ ০৬:১৮

ছবি সংগৃহিত

কুষ্টিয়া সদর উপজেলার একটি প্রতিষ্ঠানের হিসাবরক্ষক কর্তৃক ভুল ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে পাঠানো ৩০ লাখ ৮৮ হাজার ৯৫০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিককে বুঝিয়ে দিয়েছে পুলিশ।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী দীপংকর চ্যাটার্জি পশ্চিমবঙ্গের হুগলী জেলার চন্দননগর উপজেলার মানকুন্ডু গ্রামের মৃত দিলীপ কুমার চ্যাটার্জির ছেলে। তিনি বর্তমানে কুষ্টিয়া শহরের হাউজিং ডি ব্লক এলাকায় বসবাস করেন। তিনি লারসেন অ্যান্ড তুব্র লিমিটেড নামের একটা নির্মাণ প্রকল্পের হিসাবরক্ষক হিসেবে চাকরি করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খাইরুল আলম বলেন, কাঙ্ক্ষিত ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের পরিবর্তে ভুলবশত অন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে ৩০ লাখ ৮৮ হাজার ৯৫০ টাকা পাঠিয়ে দেন দীপংকর। পরে কুষ্টিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অ্যাকাউন্ট নম্বরটি যাচাই করে দেখা যায় সেটি বাগেরহাটের মোড়লগঞ্জ থানার আওতাভুক্ত এক ব্যক্তির প্রতিষ্ঠান। পরে বিষয়টি নিয়ে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন।

ভুক্তভোগী দীপংকর চ্যাটার্জি বলেন, কুষ্টিয়ার পুলিশ সুপার স্যার ও পুলিশের টিমের সবাই খুব আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। ভুলে চলে যাওয়া টাকা ফিরে পেয়ে আমি খুবই খুশি। দ্রুত সময়ের মধ্যে টাকা উদ্ধার করে দেওয়ার জন্য পুলিশের কাছে আমি কৃতজ্ঞ।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল, কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top