শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


ত্রিশালে বেইলি ব্রিজ ভাঙায় সরকারের ক্ষতি ৩০ কোটি টাকা


প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২৩ ০২:০২

আপডেট:
৯ মে ২০২৫ ১০:০৬

ট্রান্সফরমানবাহী ৪২ চাকার লরি পারাপারের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলায় খিরু নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় সরকারের ৩০ কোটি টাকা ক্ষতি হয়েছে উল্লেখ করে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে ভালুকা সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল হালিম বাদী হয়ে লরি চালককে (অজ্ঞাননামা) আসামি করে ত্রিশাল থানায় মামলাটি দায়ের করেন।

ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে ওসি জানান, বুধবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ট্রান্সফরমারবাহী ৪২ চাকার লরি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। লরিটি ত্রিশালের চেলের ঘাট এলাকার স্টিলের সেতুর উপরে উঠতেই সেটি দুমড়েমুচড়ে ভেঙে নিচে পড়ে যায়। একই সঙ্গে একটি প্রাইভেটকারও নিচে পড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা ৫ জনের মধ্যে ৩ জন আহত হয়। ব্রিজটি ভেঙে পড়ায় সরকারের আনুমানিক ৩০ কোটি টাকা ক্ষতি হয়েছে।

ওই মামলায় আরও উল্লেখ্য করা হয়, আইন অনুযায়ী মহাসড়কের উপর দিয়ে ৪০ টন ওজনের গাড়ি চলাচলের অনুমোদন রয়েছে। তবে, লরির চালক সড়ক পরিবহনের কোনো আইন না মেনে ও সড়ক বিভাগের কোনো অনুমতি না নিয়ে ১২০ টন ওজন ট্রান্সফরমার নিয়ে সেতু পার হওয়ায় সেটি ভেঙে পড়ে। এতে সরকারি সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে এবং জনদুর্ভোগের সৃষ্টি করেছে।

ওসি মাইন উদ্দিন বলেন, আসামিকে ধরতে অভিযান চলছে। ট্রান্সফরমারটি এনার্জি প্যাক কোম্পানির। এটি নগরীর কেওয়াটখালী পাওয়ার গ্রীডে যাচ্ছিল।

ময়মনসিংহ সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলী বলেন, ট্রান্সফরমান ও লরিটি এখান থেকে সরাতে বড় ক্রেনের প্রয়োজন হবে। এতে সপ্তাহের বেশি সময় লাগতে পারে। এগুলো অপসারণ করার পর দ্রুত বেইলি ব্রিজ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করবো এবং এখানে একটি নতুন ব্রিজ করার আবেদন করবো। তবে, ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি দেখে গেছেন। তারাও দ্রুতই একটি সিদ্ধান্ত দেবেন বলে আশা করছি।

তবে এ বিষয়ে এনার্জি প্যাক কোম্পানির কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top