শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


কঠোর বিধিনিষেধ মেনে এসএসসি পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা


প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৩ ১৮:০০

আপডেট:
৯ মে ২০২৫ ১০:০৮

 ফাইল ছবি

শরীয়তপুরের এসএসসি পরীক্ষার্থীদের কঠোর বিধিনিষেধ মেনে পরীক্ষায় অংশ নিতে হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তারা নকল, অন্যের উত্তরপত্র দেখে লেখাসহ যেকোনো প্রকার অসাধু উপায় অবলম্বন করতে পারবে না। প্রত্যেক কেন্দ্রের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিসহ মাইকিং করে শিক্ষার্থী, অভিভাবককে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় অবগত করা হয়েছে। এছাড়াও ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শরীয়তপুরে এ বছর এসএসসি-২০২৩ পরীক্ষায় মোট ১৪ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এরমধ্যে ৬ হাজার ৫২৯ জন ছাত্র ও ৮ হাজার ৩৪০ জন ছাত্রী। প্রতিবছরের মতো এবছরও মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি।

শনিবার (২৯ এপ্রিল) সকালে শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র শর্মা এসব তথ্য নিশ্চিত করেছেন। আগামীকাল রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টায় এসএসসি পরীক্ষা শুরু হবে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শরীয়তপুরে এ বছর স্কুল শিক্ষার্থীদের জন্য ১৯টি, মাদরাসা শিক্ষার্থীদের জন্য ৬টি ও ভোকেশনাল শিক্ষার্থীদের জন্য ৮টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। স্কুল থেকে ১১ হাজার ৯৩০ জন, মাদরাসা থেকে ১ হাজার ৮৪৪ জন ও কারিগরি ভোকেশনাল থেকে ১ হাজার ৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসন নকল মুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা পরিচালনা করার জন্য প্রস্তুতিমূলক সভা করেছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে বিধি অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা করা হবে। হলগেটে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে নকল মুক্ত অবস্থায় হলে প্রবেশ নিশ্চিত করা হবে। কেন্দ্রের আসন বিন্যাস হবে শিক্ষা বোর্ডসমূহের নীতিমালা অনুযায়ী ৫/৬ ফুটের প্রতি বেঞ্চে ২ দুইজন ও ৪ ফুটের বেঞ্চে একজন করে শিক্ষার্থী পরীক্ষায় বসতে পারবে। দুই বেঞ্চের মাঝে পরিমাণ মত ফাঁকা রাখা হবে।

এছাড়াও একই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আসন বিন্যাস পাশাপাশি হবে না। হলে দায়িত্বরত কোনো শিক্ষক যদি পরীক্ষার্থীদের পরস্পর কথা বলাবলি, অবৈধ কাগজপত্র সঙ্গে রাখা, নকল করা, আশপাশের পরীক্ষার্থীদের উত্তরপত্র দেখে লেখাসহ ইত্যাদি অপরাধ প্রতিরোধে কোনো প্রকার শৈথিল্য প্রদর্শন বা পরীক্ষার্থীকে বেআইনিভাবে প্রশ্নোত্তর তৈরিতে সহযোগিতা করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও শিক্ষকদের সর্তক দৃষ্টি রাখতে হবে যেন কোনো পরীক্ষার্থী অকারণে হয়রানির স্বীকার না হন।

শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র শর্মা বলেন, সুষ্ঠু পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। নকল বা অন্যের উত্তরপত্র দেখে লেখার সুযোগ থাকবে না।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামসুন নাহার বলেন, এসএসসি পরীক্ষা সুষ্ঠু পরিবেশে নিশ্চিত করার জন্য সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রগুলোতে ম্যাজিট্রেট নিয়োগ করা হয়েছে।

শিক্ষাবোর্ডের আইন মোতাবেক পরীক্ষা হবে। কোনো রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিক হলে প্রবেশ করতে পারবে না। তবে ম্যাজিট্রেটের উপস্থিতিতে সাংবাদিক প্রবেশ করতে পারলেও ভেতরের ছবি তুলতে পারবেন না। কেউ কোনো প্রকার অসাধু পন্থা অবলম্বন করতে পারবেন না। তারপরেও যদি কেউ অসাধু পন্থা অবলম্বন করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top