বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


পটুয়াখালীতে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ


প্রকাশিত:
২১ এপ্রিল ২০২১ ১৯:৫৪

আপডেট:
২০ আগস্ট ২০২৫ ১১:৫৬

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকি উপজেলায় বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামে স্থানীয় প্রতিনিধি মো. সাইফুল ইসলামের নিজ বাড়িতে বায়োফ্লকে বিষ প্রয়োগের ঘটনাটি ঘটে। এতে প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে ।

বায়োফ্লোকের মালিক মো. সাইফুল ইসলাম বলেন, প্রায় ছয় মাস আগে মাটির ওপরে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের প্রজেক্ট শুরু করেন। দুটি ট্যাংকে প্রায় ১০ হাজার তেলাপিয়া মাছ চাষ করেন। এর মধ্যে একটি ট্যাংকের মাছ বিক্রির উপযোগী হয়েছে।

মঙ্গলবার রাতের আঁধারে বিক্রির উপযোগী ওই একটি ট্যাংকে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে। এতে কিছু সময়ের মধ্যে মাছ মরে পানিতে ভেসে ওঠে ।

তিনি আর বলেন, শত্রুতাবশত আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য একটি মহল এসব করেছে।

দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top