বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


গভীর রাতে ফুটপাতে কাঁদছিল নবজাতক


প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২১ ১৮:৩৭

আপডেট:
২০ আগস্ট ২০২৫ ১১:৫৮

নবজাতক। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর ফুটপাত থেকে এক নবজাতকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ এপ্রিল) দিনগত রাত পৌনে ২টার দিকে জিইসি মোড় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, আল আমিন নামের এক স্থানীয় বাসিন্দা রাতে বাসার নিচে শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরে নিচে নেমে গিয়ে দেখেন ফুটপাতে একটি কন্যাশিশু কান্না করছে।

পরে তিনি জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ ফোন করলে রাত পৌনে ২টার দিকে পুলিশ নবজাতককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীর বলেন, হাসপাতালে ভর্তির সময় শিশুটির অবস্থা আশঙ্কাজনক ছিল। ভোর ৪টার দিকে অবস্থার উন্নতি হয়েছে।

নবজাতককে ফুটপাতে যে বা যারা রেখে গেছেন, তাদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top