শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ বসতঘরে

ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল মা-মেয়ের


প্রকাশিত:
৩০ মে ২০২৩ ১৬:৫২

আপডেট:
৩০ মে ২০২৩ ১৭:১৩

ছবি সংগৃহিত

টাঙ্গাইলের ধনবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ সড়ক থেকে বসতঘরের উপর উঠে পড়ে। এ দুর্ঘটনায় ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা মা ও মেয়ে নিহত হয়েছেন। এছাড়া আহত বাবাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৯ মে) দিবাগত রাত ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নল্লা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক পিকআপটিকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন, উপজেলার নল্লা এলাকার গনেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী (৪২) ও মেয়ে রাধিকা রানী দাস (১২)।

ধনবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন জানান, গভীররাতে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার একটি বাড়িতে উঠে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ঘরে থাকা মা ও মেয়ে ঘটনাস্থলে নিহত ও বাবা গুরুতর আহত হন। নিহত দুজনের মরদেহ ধনবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া গুরুতর আহত গনেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top