শনিবার, ১০ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


২ দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ


প্রকাশিত:
২৬ অক্টোবর ২০২৩ ০৯:৪৪

আপডেট:
১০ মে ২০২৫ ০২:৪৩

ছবি: সংগৃহীত

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত নুরুজ্জামান (৪৫) নামে ঠাকুরগাঁওয়ের এক যুবকের লাশ দুই দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। নুরুজ্জামান আমজানখোর ইউনিয়নের রত্নাই গ্রামের তসলিম উদ্দিনের ছেলে।

গতকাল বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি বিওপি’র সীমান্ত ৩৮০নং পিলার দিয়ে লাশ ফেরত দেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সোবহান জানান, বুধবার সন্ধ্যায়, ভারতের ১৫২ বিএসএফ এর সোনামতি কোম্পানি কমান্ডার টিসি রাজিব চন্দ্র রায়, উত্তর দিনাজপুর ইসলামপুর থানার এসআই রায়মন, বেউরঝাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার শামসুল আলম ও আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান আকালু মোহাম্মদ ডোঙ্গা এর উপস্থিতিতে নিহতের বড় ভাই নবিরুলের কাছে লাশ হস্তান্তর করা হয়।

গত সোমবার (২৩ অক্টোবর) রাতে নিহত নুরুজ্জামানসহ কয়েকজন মিলে ভারতীয় সীমান্তের কাছে গেলে বিএসএফ'র একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় নুরুজ্জামান। পরে নিহতের লাশ নিয়ে যায় বিএসএফ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top