শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফের দুই কর্মী নিহত


প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৪ ১৩:০২

আপডেট:
৯ মে ২০২৫ ০৪:২৩

ফাইল ছবি

খাগড়াছড়ির মহালছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের দুই কর্মী নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।

বুধবার (২৪ জানুয়ারি) ভোরে মহালছড়ির দূরছড়িতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রবি কুমার চাকমা এবং বিমল চাকমা। এছাড়া ত্রিপল চাকমা নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ছয়টার দিকে নানিয়ারচর-মহালছড়ি সীমান্তের দুরছড়ি এলাকায় গুলির শব্দ পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয় তারা।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন ওসি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top