শুক্রবার, ৯ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২


মধ্যরাতে আগুনে পুড়ল ১৮ ঘর, শিশুসহ আহত ৫


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২০

আপডেট:
৯ মে ২০২৫ ০০:২৬

সংগৃহীত ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মধ্যরাতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে ১৮ বসতঘর। এ ঘটনায় আহত হয়েছে তিন শিশুসহ ৫ জন।

রোববার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নে উত্তরপড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ইসহাক বিষয়টি জানিয়েছেন।

আহতরা হলেন- মোহাম্মদ জামাল, মোহাম্মদ হেলাল ও ৩ শিশু। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো— মোহাম্মদ জামাল, মোহাম্মদ হেলাল, আবুল কালাম, আবুল কাসেম, আজগর আলী, আমজাদ হোসেন, আনোয়ার, আব্দুস সত্তার, মোহাম্মদ মামুন, মোহাম্মদ আমির, মোহাম্মদ জসিম, কাইয়ুম, মোহাম্মদ সেলিম, নুরুল হক, আব্দুল হক, জাহানারা বেগম, আব্দুস সালাম ও মোহাম্মদ ইউসুফের পরিবার।

স্থানীয় ইউপি সদস্য ইসহাক বলেন, গতকাল রাতে আমার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুসহ ৫ জন আহত হন। তারা চমেকে ভর্তি রয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top