রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


দিনাজপুরে বিআরটিসি বাসের ধাক্কায় নিহত বেড়ে ৫


প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৬

আপডেট:
২৮ এপ্রিল ২০২৪ ১৩:৪৮

সংগৃহীত ছবি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জার ভ্যানকে বিআরটিসি বাসের ধাক্কায় শাহিন আলম (৪৫) নামের আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিন আলম মারা যান।

নিহত শাহিন আলম চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার সাহাপাড়ার গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী দ্রুতগতির বিআরটিসি বাস রানীরবন্দর বাজারে পৌঁছালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জার ভ্যান ও পথচারীদের ধাক্কা দিলে ভ্যান যাত্রীসহ ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় শাহিন আলমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, বিআরটিসি বাসের ধাক্কায় ঘটনাস্থলে পথচারী ও দুই মধু ব্যবসায়ীসহ চারজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত চারজনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় শাহিন আলম মারা যান। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে। দশ মাইল হাইওয়ে থানা পুলিশ তদন্ত করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top