সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২


চাঁদপুরে অবৈধ কারেন্ট জালসহ গ্রেফতার ১০


প্রকাশিত:
৮ জুন ২০২৪ ১৭:৩৪

আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ২২:৩৭

ছবি- সংগৃহীত

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অভিযোগে ১০ জেলেকে গ্রেফতার করেছে নৌপুলিশ। একই সঙ্গে মাছ ধরার কাজে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়েছে।

শুক্রবার (৭ জুন) বিকেলে চরভৈরবী এলাকা হতে এই অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন নীলকমল নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসিম।

গ্রেফতার জেলেরা হলেন- মো. আলী হোসেন বেপারী (৩৫), আব্দুল্লাহ (২৭), আলামিন (৩০), আল আমিন (৩০), মো. জাকির হাওলাদার (৬০), মো. স্বপন (২২), জাকির হোসেন (২৬), নাঈম মোল্লা (১৮), আলতাফ ব্যাপারী (১৯) এবং ইদ্রিস মাল (৪০)। তারা সবাই বরিশাল জেলার হিজলা উপজেলার গৌরবদি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এ বিষয়ে নীলকমল নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসিম বলেন, জেলেদের থেকে ১৫ লাখ টাকা সমমূল্যের আড়াই লাখ বর্গ মিটার কারেন্ট জাল উদ্ধার ও ডবল ইঞ্জিনচালিত ১টি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top