চাঁদাবাজ-দখলবাজদের জায়গা বিএনপিতে নেই : খসরু
 প্রকাশিত: 
 ৭ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৬
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ২১:৪০
                                বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মাস্তান, চাঁদাবাজ-দখলবাজদের জায়গা বিএনপিতে নেই। আগামীর রাজনীতি হবে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণের।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমির খসরু বলেন, অনেকেই বলেছিল- হাসিনা চলে গেলে বিএনপি লাখ লাখ লোককে হত্যা করবে। বিএনপি সব দখল করে ফেলবে। কই এমন কিছু কি হয়েছে?
দলটির শীর্ষ এই নেতা বলেন, অথচ গত ১৬ বছরে বিএনপির শতশত লোক হত্যা, গুম, খুনের শিকার হয়েছেন। মিথ্যা মামলার শিকার হয়ে বাড়ি ঘরে থাকতে পারেননি। ব্যবসা-বাণিজ্য, চাকরি কেঁড়ে নেওয়া হয়েছে। ১৫-১৬ বছর নির্যাতিত হওয়ার পরও বিএনপির নেতাকর্মীরা সংযম দেখিয়েছে।
এদিন উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই ত্রাণ উপহার দেওয়া হয়।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভুঁইয়া।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: