দাদির জন্য খাটিয়া আনতে গিয়ে সড়কে ঝরল তিন প্রাণ
 প্রকাশিত: 
 ১১ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৪৪
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৭:২৯
                                নড়াইলের লোহাগড়া উপজেলায় যশোর-কালনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার মাইটকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- পৌরসভার মাইটকুমড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে শামীম শেখ, রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস ও জামাল মোল্যার ছেলে রাসেল মোল্যা এবং একই গ্রামের হবিবার শেখের ছেলে কুইন শেখ আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল তার দাদির মরদেহ দাফনের জন্য শামীম, জিয়া ও কুইনকে নিয়ে স্থানীয় আমতলা জামে মসজিদ থেকে খাটিয়া নিয়ে বাড়ি যাচ্ছিলেন। মাইটকুমড়া এলাকায় রাস্তা পারপারের সময় লোহাগড়ার দিক থেকে আসা একটি ট্রাক খাটিয়াসহ তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রাসেল, শামিম ও জিয়া। গুরুতর আহত হন কুইন। স্থানীয়রা তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়।
লোহাগড়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: