বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


ভাতিজার গুলিতে প্রবাসী চাচা খুন


প্রকাশিত:
১২ জুন ২০২১ ১৭:৪৪

আপডেট:
২১ আগস্ট ২০২৫ ০৩:১৯

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শুলপুর গ্রামে ভাতিজার গুলিতে চাচা যুক্তরাষ্ট্র প্রবাসী মাইকেল রোজারিও (৭২) নিহত হয়েছেন।

গুলিভর্তি বন্দুকসহ আপন ভাতিজা গেনেট রোজারিওকে (৫০) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শুক্রবার (১১ জুন) গভীর রাতের এই ঘটনায় জেলার খ্রিষ্টান পল্লী কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামটিতে এখন শোকের ছায়া।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, ঘরের বাইরে থেকে গুলিটি ছোড়া হয়। স্টিলের জানালা ভেদ করে চাচার দেহে বিদ্ধ হয়। ঢাকা মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার জানান, ঘটনার সময় দুজনই মাদকসেবন অবস্থায় ছিলেন। স্থানীয় ইউপি সদস্য নয়ন রোজারিও জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আমি নিজে উপস্থিত থেকে তাদের দীর্ঘদিনের জমিজমা নিয়ে বিরোধ সমাধান করেছি। কিন্তু রাত সাড়ে ১২টার দিকে ভাতিজা চাচাকে গুলি করে।

সিরাজদিখান থানার ওসি তদন্ত মো. কামরুজ্জামান জানান, হত্যায় ব্যবহৃত বন্দুকের ভেতরে গুলিভর্তি ছিল। তিন রাউন্ড গুলির মধ্যে একটি গুলি ছোড়া হয়েছিল।

মাইকেল রোজারিওর সঙ্গে তার বড় ভাই মৃত বাড়ন রোজারিওর ছেলে গেনেট রোজারিও সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে একাধিক মামলাও চলছিল। চাচা-ভাতিজা উভয়ই সপরিবারে আমেরিকায় বসবাস করেন। সম্পত্তি বিরোধ নিরসনে প্রায় দুই মাস আগে দুজনেই বাংলাদেশে আসেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top