ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টে গেল যাত্রীবাহী বাস
 প্রকাশিত: 
 ১৯ অক্টোবর ২০২৪ ১৩:২২
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১২:৩২
                                নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সেন্টমার্টিন পরিবহন নামের বাসের ধাক্কায় যাত্রীবাহী একটি বাস উল্টে যায়। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৯ অক্টোবর) সকালে মহাসড়কের সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার আফিয়া ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচায় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নাফ পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাস যাত্রী নেওয়ার উদ্দেশে মহাসড়কের পাশে আফিয়া ফিলিং স্টেশনের সামনে থামানোর চেষ্টা করছিল। ওই সময় ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে মিনি বাসটি উল্টে যায়। এতে উভয় বাসের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মোর্শেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গাড়ি সরিয়ে দিয়েছে। অনেক যাত্রী আহত হয়েছে। তবে এই ঘটনায় কেউ নিহত হয়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: