বরিশালে ৭ কোটি টাকার জাল জব্দ, কারাগারে ১২৯ জেলে
 প্রকাশিত: 
 ২০ অক্টোবর ২০২৪ ১৪:২৪
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১২:২১
                                মৎস্য সংরক্ষণ অভিযানের নির্দেশনা অমান্য করে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে মাছ শিকার করায় বিভাগের বিভিন্ন এলাকায় ১২৯ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ৭ কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৬০০ টাকা মূল্যের ৩৮ লাখ ৭৫ হাজার ১০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। আদায় করা হয় ১১ লাখ ৯৯ হাজার ১০০ টাকা জরিমানা।
গত সাত দিনে এসব অভিযান পরিচালনা করা হয়। রোববার (২০ অক্টোবর) বিকেলে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস এসব তথ্য জানান।
তিনি বলেন, ১৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বিভাগে ৮৩৪টি অভিযান পরিচালিত হয়। ২৭০টি মোবাইল কোর্ট পরিচালনা ও ৩১১টি নিয়মিত মামলা করা হয়।
এ সময়ে বরিশাল বিভাগে ১৬৮ বার বিভিন্ন মৎস্য অবতরণকেন্দ্র, ১ হাজার ২৬৫ বার বিভিন্ন মাছঘাট, ২ হাজার ৩৪১ বার বিভিন্ন আড়ত ও ১ হাজার ৩৭০ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। এ ছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ১ লাখ ৫ হাজার ২০০ টাকা আয় হয়েছে।
উল্লেখ্য, বরিশাল বিভাগের ৬ জেলার ৩ হাজার ১৯ হাজার ৮৩০ জন জেলেকে ৭ হাজার ৯৯৬ মেট্রিকটন চাল বিতরণ করা হবে।

                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: