বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


চরাঞ্চলবাসীর মাঝে জামায়াতের ফুড প্যাক উপহার


প্রকাশিত:
১৭ মার্চ ২০২৫ ১৬:৪২

আপডেট:
২১ আগস্ট ২০২৫ ১৭:৩১

ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শেরপুর সদরের বলাইরচরে মাহে রমজান উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফুড প্যাক উপহার দেওয়া হয়েছে।

মাসব্যাপী চলমান এ কার্যক্রমের অংশ হিসেবে বলাইরচরে চরাঞ্চলের ৫০টি পরিবারের মাঝে এসব ফুড প্যাক বিতরণ করা হয়।

প্রতি প্যাকেটে ৫ কেজি নাজিরশাইল চাল, ১ কেজি চিনিগুড়া চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি আটা, ১ কেজি ময়দা, ৫০০ গ্রাম সুজি, ৫০০ মিলি সরিষার তেল, ২৫০ গ্রাম খেজুর দেওয়া হয়।

চকসাহাব্দি বাজারে ইউনিয়ন সভাপতি মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক শেরপুর সদর আসনের জন্য মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আউয়াল, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহানসহ স্থানীয় নেতারা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top