বৃহঃস্পতিবার, ২১শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


কৃষিজমিতে ইটভাটা, গুঁড়িয়ে দিল প্রশাসন


প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৫ ১৭:৫০

আপডেট:
২১ আগস্ট ২০২৫ ১৫:০০

ছবি সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে এন.এ.এম ইটভাটা পরিচালনা করায় ভাটার চুল্লি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার চান্দর ইউনিয়নের চকবাড়ি-ওয়াইজনগর এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট এ কে এম সামিউল আলম কুরসি, পরিদর্শক মো. ওয়ালী আখের, মনোয়ারুল ইসলাম, র‌্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩ এর ডিএডি জয়দেব সাহা, সিংগাইর থানার উপপরিদর্শক মোহাম্মদ মামুনুর রশিদসহ ফায়ার সার্ভিস এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল আলম বলেন, পরিবেশ আইন অমান্য করে কৃষি জমিতে দীর্ঘদিন ধরে ভাটা মালিক ইট প্রস্তুত করছিলেন। দেড় বছর যাবত পরিবেশের ছাড়পত্র হালনাগাদ না থাকায় ভাটার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পরিবেশ দূষণ রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top