শিক্ষাখাতে বাজেটের ৮ শতাংশ বরাদ্দের দাবি
প্রকাশিত:
২৭ মে ২০২৫ ১৯:০৬
আপডেট:
২৮ মে ২০২৫ ০১:৩৮

আসন্ন বাজেটে শিক্ষাখাতে ৮ শতাংশ বরাদ্দের দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এ দাবিতে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে বিক্ষোভ করেছে সংগঠনটির আঞ্চলিক শাখা।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে দিকে দারিয়াপুর আঞ্চলিক কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বন্দর প্রদক্ষিণ করে তেঁতুলতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন- ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, জেলা সংসদের প্রচার প্রকাশনা সম্পাদক প্রদীপ কুমার, দপ্তর সম্পাদক আবির খানসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, এশিয়ার সকল দেশের তুলনায় বাংলাদেশে শিক্ষাখাতে বরাদ্দ সর্বনিম্ন। সেইসঙ্গে রয়েছে চরম বৈষম্য। ৯৫ ভাগ মানুষের সন্তানরা মানসম্পন্ন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব বৈষম্য বঞ্চনা দূর করতে আসন্ন বাজেটে শিক্ষাখাতে বাজেটের ৮শতাং বরাদ্দের জোড় দাবি জানান তারা।
আপনার মূল্যবান মতামত দিন: