মঙ্গলবার, ১লা জুলাই ২০২৫, ১৭ই আষাঢ় ১৪৩২


নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে ২ প্রকৌশলীসহ নিহত ৩


প্রকাশিত:
১ জুলাই ২০২৫ ১৫:২১

আপডেট:
১ জুলাই ২০২৫ ২০:৫৯

ছবি সংগৃহীত

যশোরের শহরের সার্কিট হাউসপাড়ায় নির্মাণাধীন ভবনের ৬ তলার ঝুল বারান্দা ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুরের প্রকৌশলী আজিজুর রহমান (৩৫), কুষ্টিয়ার প্রকৌশলী মিজানুর রহমান মিজান (৪০) ও চাঁপাইনবাবগঞ্জের নুরু (৪৫), যিনি সাব-কন্ট্রাক্টরের কাজ করতেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শাকিরুল ইসলাম জানান, নিহতদের মাথায় আঘাত লেগেছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নির্মাণাধীন ভবনে কাজ করা ইলেকট্রিক মিস্ত্রি মুজিবুর রহমান জানান, বেলা ১১টার দিকে নির্মাণাধীন ভবনটির ৬ষ্ঠ তলার বারান্দা ভেঙে গেলে এ তিনজন নিচে পড়েন।

স্থানীয় বাসিন্দা লাবু জোয়ার্দার বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বাসায় ছিলাম। এ সময় বিকট শব্দ শুনে বাহিরে এসে দেখি বিল্ডিংয়ের ঝুল বারান্দা ভেঙে রাস্তার উপরে পড়ে রয়েছে। এর নিচে তিনজন পড়ে আছেন। রাস্তায় রক্ত। এরপর আমরা স্থানীয়দের সহায়তায় তাদের তিনজনকে ইজিবাইকে উঠিয়ে হাসপাতালে পাঠিয়ে দেয়। শুনেছি ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন। নিহতদের মধ্যে দুই প্রকৌশলীকে চিনতাম।

স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান বিপুল বলেন, ‘এ কনস্ট্রাকশনের কাজ চলছে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে। তারা রাস্তার উপরে নির্মাণসামগ্রী রেখে চলাচলে সমস্যা করে। অনেকবার বলেও কাজ হয়নি। শুনেছি, ভবন মালিক মি. ইকবাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকটাত্মীয়। সেই কারণে তিনি কাউকে পরোয়া করতেন না। এ এলাকায় সরকারি এমএম কলেজ, যশোর জিলা স্কুলসহ বেশ কয়েকটি কোচিং সেন্টার রয়েছে। এ পথে সবসময়ই লোক চলাচল করে। এমন দুর্ঘটনায় আমরা হতবিহ্বল।’

এ বিষয়ে বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ম্যানেজার বাবলু রহমান জানিয়েছেন, এ বিল্ডিংয়ের নির্মাণ কাজ ২০১০ সাল থেকে শুরু হয়েছিল। নিহতের মধ্যে দুজন প্রকৌশলী ও একজন সাব-কন্ট্রাাক্টর রয়েছেন। কীভাবে দুর্ঘটনাটি ঘটলো সেটি খতিয়ে দেখা হচ্ছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত খান বলেন, ঘটনাস্থলে পুলিশ টিম রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। 

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top