শনিবার, ১২ই জুলাই ২০২৫, ২৮শে আষাঢ় ১৪৩২


ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে নাটোরে শিক্ষার্থীদের বিক্ষোভ


প্রকাশিত:
১২ জুলাই ২০২৫ ১৩:৩০

আপডেট:
১২ জুলাই ২০২৫ ১৮:০৯

ছবি সংগৃহীত

ঢাকায় ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে হত্যা ও দেশ জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় নাটোর প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এতে শিক্ষার্থী, যুব সমাজ ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 সমাবেশে বক্তারা বলেন, একজন সাধারণ ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা বর্বরতা ও নৃশংসতার দৃষ্টান্ত। প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা করার প্রবণতা আমাদের উদ্বিগ্ন করে তুলেছে। বর্তমান সরকার এসব চাঁদাবাজি বন্ধে ব্যর্থ হয়েছে। এদের কঠোর হাতে দমন করতে না পারলে সরকারের উচিত অনতিবিলম্বে পদত্যাগ করা ।

এ সময় বিএনপির সমালোচনা করে তারা বলেন, বিএনপি তার দলের চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে পারছে না । তাদের চাঁদাবাজির কারণে দেশের মানুষ অতিষ্ট। তারেক রহমানের উচিত লন্ডনে বসে না থেকে দ্রুত দেশে এসে তার দলের চাঁদাবাজদের থামানো। সমাবেশে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top