সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


এক রাতে পল্লী বিদ্যুতের ৬ মিটার চুরি, মোবাইল নম্বর রেখে গেছে চোরেরা


প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫ ১৮:৪২

আপডেট:
১৪ জুলাই ২০২৫ ২২:০৩

ছবি সংগৃহীত

রাজশাহীর বাগমারায় ফের পল্লী বিদ্যুৎ বিতরণ মিটার চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে এক রাতে ছয়টি মিটার চুরি হয়েছে। চুরি করে পালানোর সময় মিটার চোররা রেখে গেছে একটি মোবাইল নম্বর। সেই নম্বরে ফোন দিলে তারা টাকা দাবি করে এবং জানায়, টাকা দিলে মিটার ফেরত দেওয়া হবে—না হলে আবারও চুরি করবে।

স্থানীয়রা বলছেন, বাগমারায় প্রায়ই এমন ঘটনা ঘটছে, কিন্তু এখনো পর্যন্ত মিটার চুরির ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এলাকাবাসী।

গত বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে বাগমারার পশ্চিম এলাকার শংকরপৈ মোড়ের রাইস মিল, বকপাড়া মোড়, নারায়নপাড়া গ্রামের ইয়াদ আলীর মালিকানাধীন একটি গভীর নলকূপ এবং মুগাইপাড়ার বরেন্দ্র প্রকল্পচালিত আরেকটি নলকূপ থেকে চুরি হয় বিদ্যুৎ মিটার। এ ছাড়াও ভবানীগঞ্জ এলাকা থেকেও দুটি মিটার চুরি হয়েছে—এর মধ্যে একটি পরে উদ্ধার করা হয়েছে।

শংকরপৈ মোড়ের রাইস মিল মালিক আপন সরকার বলেন, সকাল ৫টার দিকে মিলের সামনে গিয়ে দেখি মিটার নেই। পরে সেখানে একটি কাগজে লেখা মোবাইল নম্বর পাই: ০১৯৪৬৮৯৩০৫৪। ওই নম্বরে ফোন করলে বলা হয়, ৬ হাজার টাকা দিলে মিটার ফেরত দেওয়া হবে। তা না হলে যতবার মিটার লাগাব, ততবারই চুরি করব—এই হুমকিও দেয় তারা।

মিটার চুরির ঘটনায় ক্ষতিগ্রস্তরা পৃথকভাবে বাগমারা থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে এখনও কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগমারা জোনাল অফিসের ডিজিএম আসাদুজ্জামান বলেন, একই রাতে ছয়টি মিটার চুরির খবর পেয়েছি। এর মধ্যে ভবানীগঞ্জে একটি মিটার উদ্ধার হয়েছে। চক্রটি দেশের বিভিন্ন স্থানে একইভাবে চুরি করে, এবং মোবাইল নম্বর দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করে। আমি আগেও অন্য জোনে কর্মরত থাকাকালে এ ধরনের ঘটনায় কিছু চোরকে গ্রেপ্তার করাতে পেরেছিলাম। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মিটার চুরির ঘটনায় একাধিক অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top