মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


স্লোগান দিতে দিতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহিলা দল নেত্রী


প্রকাশিত:
১৫ জুলাই ২০২৫ ১২:২৫

আপডেট:
১৫ জুলাই ২০২৫ ১৯:৩৮

ছবি সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে এক বিএনপি নেতার কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে স্লোগান দেওয়ার সময় হৃদন্ত্রের ক্রিয়া বন্ধ (স্ট্রোক) হয়ে মহিলা দলের এক নেত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। মৃত আমেনা খাতুন উপজেলার সলিমপুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী ছিলেন।

জানা গেছে, দীর্ঘ ২২ বছর পর কারামুক্ত হয়ে নিজ এলাকায় ফেরেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন। তাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিতে পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে আমেনা খাতুনের নেতৃত্বে মিছিল নিয়ে উপস্থিত হয়েছিলেন মহিলা দলের কর্মীসহ শতাধিক নারী।

সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে আমেনা খাতুন মাথা ঘুরে মাটিতে পড়ে যান। পরে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার সঙ্গে থাকা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. মাফরুহা আক্তার চামেলি বলেন, আমেনা খাতুনের নেতৃত্বে এই অনুষ্ঠানে একটি বিশাল মিছিল নিয়ে উপস্থিত হয়েছিল নারী কর্মীরা। প্রচণ্ড গরমের কারণে হঠাৎ সে মাটিতে পড়ে যায়। অবস্থা খারাপ দেখে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর বলেন, স্ট্রোক করে মহিলা দলের ওই নেত্রী মারা গেছেন বলে জানতে পেরেছি। পরিবার তার মরদেহ নিয়ে গেছে। এ বিষয়ে কারো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

এসএন /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top