শনিবার, ১৯শে জুলাই ২০২৫, ৪ঠা শ্রাবণ ১৪৩২


কাশিয়ানীতে ৩৭৪ আ.লীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫ ১৪:০৪

আপডেট:
১৯ জুলাই ২০২৫ ২১:০৫

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বাধাগ্রস্ত করতে গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছ কেটে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর ফেলে প্রতিবন্ধকতা ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে আরও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় কাশিয়ানী থানার এসআই নুর আলম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। শুক্রবার (১৮ জুলাই) বিকালে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- ঢাকা মহানগর (উত্তর) মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি লেবু মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সম্পাদক শরাফত হোসেন লাভলু, উপজেলা যুবলীগের সভাপতি কাজী নুরুল আমিন তুহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মাসুম শেখ, মহেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান লুথু, কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আলী খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, সিংগা ইউপি চেয়ারম্যান রথীন্দ্রনাথ বিশ্বাস, সাবেক চেয়ারম্যান প্রণব সরকার, পারুলিয়া সাবেক ইউপি চেয়ারম্যান মোকিমুল ইসলাম মকিমসহ আরও অনেকে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বাধাগ্রস্ত করতে উপজেলার মাজড়া এলাকায় মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে ধারালো দা, করাত, লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়।

ওসি কামাল হোসেন বলেন, গাছ কেটে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর ফেলে প্রতিবন্ধকতা ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করায় ৭৪ জনের নাম উল্লেখ ও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top